বাগেরহাটে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১৮:৫৭ |  আপডেট  : ২৮ মার্চ ২০২৪, ০৫:১৭

বাগেরহাটে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) বিকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, চিত্রাঅংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। 

বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ভূঁইয়া হেমায়েত উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার সেলিম আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু,মনি মল্লিক, মোস্তাফিজুর রহমান সোহেল,সরদার আব্দুল কাদের প্রমুখ। 

এ দিকে শেখ রাসেল’র ৫৮তম জন্মদিন উপলক্ষে গোটাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ শমসের আলীর নেতৃত্বে সোমবার সন্ধায় সদর উপজেলার গোটাপাড়া ও বিষ্ণপুর ইউনিয়নের আওয়ামী লীগের আ লিক কার্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত