বাগেরহাটে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
  বাগেরহাট প্রতিনিধি
                                    
                                    প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১৮:৩৬ | আপডেট : ৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৭
                                        
                                    বাগেরহাটে জনসেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলনের সঞ্চালনায় এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ধারনা পত্র উপস্থাপন করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার। উক্ত নাগরিক সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান মো. রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদিপ কুমার বকস্সিহ ইয়ুথ গ্রুপের সদস্যরা।
- সর্বশেষ খবর
 - সর্বাধিক পঠিত