বাগেরহাটে দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি-স্মারকলিপি প্রদান

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১০ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৮

বাগেরহাটে দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে । বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যান পরিষদের ব্যানারে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধাবেলা কর্মবিরতি পালন করে।

ঘন্টাব্যাপী এই মানব বন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেছে । ১২ সেপ্টেম্বর থেকে ৪ দিনের আধাবেলা কর্মবিরতি পালনের শেষ দিনে মানব বন্ধনে বক্তারা ২০১২ সালের দূর্যোগ ব্যাবস্থাপনা আইন অনতি বিলম্বে বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচির ডাক দেয়ার হুশিয়ারি প্রদান করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান, মো: রোকনুজ্জামান, মো: মফিজুর রহমান, সৈয়দা দিলরুবা, অঞ্জন কুন্ড প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত