বাগেরহাটে জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালিত

  বাগেরহাট প্রতিনিধি :

প্রকাশ: ৩০ মে ২০২১, ১৯:০৯ |  আপডেট  : ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৩

বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে  জেলা স্বেচ্ছা সেবক দলের আয়োজনে জেলা বিএনপির সাবেক সভাপতির সরুইস্থ কার্যালয়ে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাবেক সহ- সভাপতি এ্যাড আব্দুল হাই, এ্যাড আছাদুজ্জামান, শেখ অজিয়র রহমান,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাহেদ আলী রবি, সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরো,সাবেক যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, যুব দলের সিনিয়র সহ-সভাপতি  এস এম নাজমুল হুদা, যুব নেতা এ্যাড সাজ্জাত হোসাইন, মহিলা দল নেতা তাসলিমা আক্তার,সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নূরে আলম তানু ভ’ইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, কৃষক দলের আহবায়ক আছাদুদ্দৌলা জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর ইসলাম জুয়েল, মৎস্যজীবি দলের সভাপতি এ্যাড শহিদুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব ফকির তোহিদুল ইসলাম, জেলা জাসাসের সভাপতি সাংবাদিক কামরুজ্জামান, জেলা ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী দীপ,প্রমুখ। দোয়া পরিচালনা করেন মওলানা শহিদুল ইসলাম। 

আলোচনা সভায় সারা দেশের শান্তি-শৃক্সখলা রক্ষায় গুম,খুন, হত্যা ও আটক দলীয় নেতাদের মুক্তির দাবি জানানো হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে বাগের শহরের পুরাতন বাজার মোড়, বাগেরহাট সদর হাসপাতাল মোড়, সম্মিলনি স্কুল মোড়সহ এতিম খানায় খাবার  বিতরন করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত