বাগেরহাটে ঘন্টায় আক্রান্ত ১০২, মোট ২২‘শ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২১, ২০:৪১ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৩‘শ ২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১‘শ ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনা আক্রন্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ২‘শ ৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৭ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৫‘শ ১৪জন।বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।সোমবার (১৪ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গেল ২৪ ঘন্টায় জেলার ৯ উপজেলায় ৩‘শ ২৭ জনের নমুনা পরীক্ষায় ১‘শ দুই জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তারপরও আমরা মানুষকে সচেতন করে যাচ্ছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত