বাগেরহাটে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত
প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ১৯:৪৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৯:৩২
খুলনা-মাওয়া-ঢাকা মহাসড়কের বাগেরহাট ফকিরহাট উপজেলার পালেরহাট নামক স্থানে একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে রবিবার (২ অক্টোবর) দুপুরে। নিহত কলেজছাত্র রাজু সরকার (২২) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আমবাড়ী এলাকার উত্তম সরকারের ছেলে । সে গোপালগঞ্জে একটি কলেজে পড়াশুনা করে।
ফকিরহাট থানার ওসি মুহা. আলীমুজ্জামান জানান, কলেজছাত্র রাজু সরকার ফকিরহাট কাটাখালী এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে ওই সময়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান উক্ত স্থানে তাকে ওভারটেক করতে গিয়ে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত