বাগেরহাটে করোনা সংক্রোমন প্রতিরোধে সচেতনতা মূলক কর্মশালার সমাপনি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ২০:১৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮
বাগেরহাটে নো মাস্ক-নো সার্ভিস, মাস্ক পরুন-সেবা নিন প্রতিপাদ্যে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক দুই দিন ব্যাপি কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে শহরের এসি লাহা মিলনাতায়নে কর্মশালার সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালা সমাপ্ত হয়।
সমাপনি অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ), বাগেরহাটের সাধারণ সম্পাদক ডা. মোশাররফ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জাতীয় মহিলা সংস্থা, বাগেরহাটের চেয়ারম্যান এ্যাড. শরীফা খাতুনসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
দুইদেন বাগেরহাট জেলার বিভিন্ন শ্রেণি পেশার ৪০ জন কে করোনা সংক্রোমন প্রতিরোধে সচেতনতা মূলক কর্মশালায় প্রশিক্ষন দেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত