বাগেরহাটে এইচআইভি সংক্রমন রোধে এ্যাডভোকেসি সভা
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:০০ | আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০০:৩২
বাগেরহাটে যৌনকর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমন রোধে স্টেক হোল্ডারদের নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পায়াকট বাংলাদেশের আয়োজনে বাগেরহাট যৌন পল্লীতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুন, বাগেরহাট সদর পুলিশ ফারির ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, আইনজীবী মোঃ এনায়েত হোসেন, সাংবাদিক আলী আকর টুটুল, জীবনের অধিকার সংঘের সভানেত্রী নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক রওশন আরা, শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।
বক্তারা যৌন কর্মীদের এইচআইভির ঝুকি, লক্ষন ও এইচআইভি থেকে বাঁচার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া যৌন কর্মীদের অন্যান্য সমস্যা সমাধানেও পদক্ষেপ গ্রহনের কথা বলেন স্টেকহোল্ডারগণ।
এসটিআই এ্যান্ড এইচআইভি প্রিভেনশন সার্ভিস প্যাকেজ ফর দি ব্রোথেল বেইজ সেক্স ওয়ার্কারস এ্যান্ড দেয়ার ক্লায়েন্ট নামের প্রকল্পের অধীনে পায়াকট বাংলাদেশ বাগেরহাটের যৌন কর্মীদের স্বাস্থ্য রক্ষায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও সচেতনতা মূলক কাজ করে আসছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত