বাগেরহাটে উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর বর্বরোচিত হামলা

  স্টাফ রিপোর্টার,বাগেরহাট

প্রকাশ: ১ জুলাই ২০২২, ১০:৪৩ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৩:১৫

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ বিশ্বাসের উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে চিতলমারী থানা রোডের স্কুল গেটের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক নজর“ল ইসলামের ভাতিজা ফেরদাউসের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মারধরে দেবাশীষ বিশ্বাস গুরুত্বর আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা এক লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। সম্প্রতি চিতলমারী উপজেলার যুবলীগের এক নেতার মদ্য পানের ছবি ভাইরালের সংবাদ প্রকাশের জেরে এ হামলা হয়েছে বলে দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন। আহত দেবাশীষ বিশ্বাসকে চিতলমারী উপজেলা সবাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়েছে।আহত দেবাশীষ বিশ্বাস ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার চিতলমারী উপজেলা প্রতিনিধি এবং চিতলমারী উপজেলা প্রেসক্লাব ও কুরমনি সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি।

আহত দেবাশীষ বিশ্বাস বলেন, বাজার থেকে এক লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম। পথিমধ্যে থানার সামনের সড়কে পৌছালে চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক নজর“ল ইসলামের ভাতিজা ফেরদাউসের নেতৃত্বে ৭-৮জন লোক আমার উপর অতর্কিত হামলা করে। আমার শরীরের বিভিন্ন জায়গায় কিলঘুষি মারে। এ সময় তাঁরা আমার কাছে থাকা এক লক্ষ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।দেবাশীষ আরও বলেন, সম্প্রতি চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়কের মদ্যপান সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়। এই বিষয়টি নিয়ে আমিসহ চিতলমারীর বেশকিছু গণমাধ্যমকর্মী সংবাদ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা যুবলীগের আহবায়ক নজর“ল ইসলাম তাঁর ভাতিজাকে দিয়ে আমার উপর হামলা করিয়েছেন। আমি এর বিচার চাই।

চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি যতদ‚র শুনেছি একটি মোটরসাইকেল দূর্ঘটনা ঘটেছে, তাতে একজন সাংবাদিক আহত হয়েছেন। এই ঘটনার সাথে আমি কোন ভাবেই জড়িত নই।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এইচ এম কামরুজ্জামান খান হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক দেবাশিষের খোঁজ খবর নিয়েছেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।

অপরদিকে, সাংবাদিক দেবাশিষের উপর ন্যাক্কারজনক হামলার খবরের পর সাংবাদিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। তাঁরা জরুরী এক বৈঠকে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান এবং বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত