বাগেরহাটের ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৫০ বছরেও শহিদ মিনার নির্মিত হয়নি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৫ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৯:২২
বাগেরহাটের রামপাল উপজেলায় ২২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। স্বাধীনতার ৫০ বছর পরেও উপকূলীয় এ উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার না থাকায় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় মোট ২২৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩টি কলেজ, ৫টি ডিগ্রী মাদরাসা, ২টি আলীম মাদরাসা, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০টি ইবতেদায়ী মাদরাসা রয়েছে। ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২১টিতে শহিদ মিনার আছে। ১০৬টি বিদ্যালয়ে শহিদ মিনার নেই। ২০টি ইবতেদায়ী মাদরাসার একটিতেও শহিদ মিনার নেই। ৩টি সরকারি কলেজের মধ্যে রামপাল সরকারি কলেজে শহিদ মিনার দেখা গেলেও সেটি রয়েছে অযত্নে-অবহেলিত। ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৪টিতে শহিদ মিনার আছে। বাকী ২০টিতে নেই। ২টি আলীম, ১০টি দাখিল ও ৫টি ফাজিল মাদরাসার কোনটিতেই নেই। এ নিয়ে অনেক পূর্ব থেকে লেখালেখি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক, সাবেক শিক্ষক ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫০ বছরেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহিদ মিনার নির্মাণ না হওয়া দুঃখজনক। এ বিষয়ে উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এড. মহিউদ্দিন শেখ বলেন, আমরা খুব হতাশ। তিনি আরও বলেন, আমাদের মাতৃভাষাকে বিশ্ববাসী স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছে। কিন্তু কেন এতে বছরেও শহিদ মিনার নিয়ে কথা বলা লাগবে? তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভাবে দ্রুত শহিদ মিনার নির্মাণের জোর দাবি জানান।
রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মতিউর রহমান বলেন, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তথ্য প্রেরণ করেছি। একই কথা বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, শহিদ মিনার নির্মাণ না হওয়ায় আমাদের এ নতুন প্রজন্ম বাংলা ভাষা তথা মাতৃভাষার চর্চা থেকে বি ত হচ্ছে। এ বিষয়ে রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন-এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এটা খুবই দুঃখজনক। আমরা এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করে শহিদ মিনার নির্মাণ করবো। উপজেলা প্রশাসনের ও সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত