বাংলাবান্ধা দিয়ে তিন দিন যাত্রী পারাপার বন্ধ

  কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১৩:২৯ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯

বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে তিনদিন যাত্রী পারাপার বন্ধ থাকবে। পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সোমবার রাত দশটার দিকে এটি নিশ্চিত করেছেন।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়  দার্জিলিং জেলায় নির্বাচনের কারনে আগামি ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যম্ত  এই নির্দেশনা বলবৎ থাকবে।  তবে শুধু মাত্র জরুরি  চিকিৎসা নিতে  বাংলাদেশীরা ভারতে যেতে পারবেন। তবে ট্যুরিস্ট যাত্রীরা ভারতে যেতে পারবেন না। 
 অন্যদিকে ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন দিয়ে ভারতীয় যাত্রী প্রবেশ করতে পারবে। 
দার্জিলিং পুলিশ কমিশনার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন  জারি করেছেন বলে জানা যায়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত