বাংলাবান্ধা কুলি শ্রমিকের অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে বাংলাবান্ধাস্থলবন্দরের কুলি শ্রমিকের টাকা আতœসাত জমি দখল সহ পরিষদে অনুস্থিতির অভিযোগ এনে রবিবার(৮সেপ্টেম্বর) দুপুরে অত্র ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

এসময় মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কুদরত-ই-খুদা মিলন জমি দখল, চাকুরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও বাংলাবান্ধা স্থলবন্দরের কুলি শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সামনে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন, বিক্ষোভ জুতা মিছিল কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অন্যায়ভাবে মানুষের জমি নিজে দাঁড়িয়ে থেকে দখল করেছেন। অনেককে চাকুরী দেয়ার নামে ও মানুষের জমি আরেক জনকে দখল করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করেছেন। তার দুর্নীতি চরম আকার ধারণ করেছে। তার বিরুদ্ধে কথা বলায় মাদক মামলা সহ নানা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছেন। অনেকে তার রোষানলে পড়ে নিঃস্ব হয়েছেন। অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন । এলাকাবাসী ২৪ ঘন্টার মধ্যে চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান। ওই সময়ের মধ্যে পদত্যাগ না করলে সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুসিয়ারী উচ্চারণ করেন। এসময় বক্তব্য রাখেন আব্দুল হামিদ, রফিকুল ইসলাম, জফিরউদ্দিন প্রমুখ। ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ইসরাইল হোসেন জানান, প্রায় একমাস থেকে চেয়ারম্যান পরিষদে আসছেন না। এ অবস্থায় ইউনিয়ন পরিষদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। সাধারন মানুষ সেবা পাচ্ছেনা। এ অবস্থায় আমরা ইউএনওকে জানিয়েছি।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কুদরত-ই- খুদার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন , এসব অভিযোগ মিথ্যা ও বনোয়োঠ্ধসঢ়;।আমাকে হয়ারানী করার জন্য এসব করা হচ্ছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত