বাংলাবাজার-শিমুলীয়া রুটে ঢাকামুখী যাত্রীদের প্রচন্ড চাপ    

  শফিক স্বপন, মাদারীপুরঃ 

প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১৪:৩৫ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৯:৪২

কঠোর লকডাউনে শুক্রবার সকাল থেকেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের প্রচন্ড চাপ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ আরো বৃদ্ধি পায়। এরুটের লঞ্চসহ অন্যান্য নৌযান বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই হুমড়ি খেয়ে পড়ছে। বাংলাবাজার ঘাটে যাত্রী চাপে ফেরিতে  জরুরী গাড়ি উঠাতে হিমশিম খাচ্ছে কতৃপক্ষ। যাত্রীরা বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলাগুলো থেকে বাংলাবাজার ঘাটে আসছেন। 

দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা মটরসাইকেল,ঈজিবাইক, থ্রীহুইলারসহ হালকা যানবাহনে প্রায় তিনগুন ভাড়া গুনে বাংলাবাজার ঘাটে এসে  ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন। এরুটে সকাল থেকে ১০ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ফেরি বা ঘাট এলাকায় দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার কোন লক্ষন। অনেককেই দেখা গেছে মা· বিহীন। ফেরিতে যাত্রীদের প্রচন্ড চাপ থাকায় উভয় ঘাটে ৬ শতাধিক পন্যবাহী  ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের গতিও বৃদ্ধি পেয়ে ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে। 

বাংলাবাজার ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন বলেন, আজ সকাল থেকেই ফেরিতে যাত্রীদের চাপ রয়েছে। ফলে ঘাটে কিছু পন্যবাহী  ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। আমরা পন্যবাহী  ট্রাক, এ্যাম্বুলেন্স, জরুরী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত