বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে জনবল নিয়োগ
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১৬:৩১ | আপডেট : ৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সাধারণ ট্রেড (জিডি) ও কারিগরি ট্রেডে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ আগামী ১০ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ। দেশের ৬৪ জেলা থেকে নিয়োগ নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: সাধারণ ট্রেড (জিডি): এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
কারিগরি ট্রেড: এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি/সমমান পাস হলে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ থাকতে হবে। বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হওয়া যাবে না। ড্রাইভিং পেশায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ এক বছর শিথিলযোগ্য।
শারীরিক যোগ্যতা:
পুরুষ: উভয় পদের জন্য পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৯ দশমিক ৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
নারী: নারী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রথমে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সাল ও জেলা কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা পাঠাতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে http://army.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত