বাংলাদেশ দলের ফুটবল কোচ জেমি ডে'কে শো কজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ১৪:১৮ |  আপডেট  : ১৫ মে ২০২৪, ০১:৩০

বাংলাদেশ দলের ফুটবল কোচ জেমি ডে'কে ৪৮ ঘণ্টা সময় দিয়ে শো কজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়ায় তাকে এ শো কজ করা হয়।

শনিবার জেমিকে এই শো কজের নোটিশ ইস্যু করে আনফা। জেমির জবাব পাওয়ার পর তা আনফা তাদের ডিসিপ্লিনারি কমিটিকে বিষয়টি পাঠাবে। 

ডিসিপ্লিন কমিটিই সিদ্ধান্ত নেবে জেমির ভাগ্যে কী আছে। 

উল্লেখ্য, গত ২৯ তারিখে ফাইনালে নেপালের কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। 

হারের পর সংবাদ সম্মেলনে না যাননি  জেমি ডে। বিষয়টি ফিফার নিয়ম ভঙ্গের মধ্যে পড়ে। ফিফা ও এএফসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচের উপস্থিতি বাধ্যতামূলক। 

নিয়ম ভাঙার কারণে জেমিকে জরিমানাও গুনতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত