বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ১০:৫২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০৮

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। টুইটারে প্রকাশিত ওই ভিডিও বার্তায় তিনি বলেন, একসঙ্গে নির্মাণের গল্পকে সামনে এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছাসহ ভিডিও বার্তায় উভয় দেশের সম্পর্কের প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছরে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আহবান জানান, একসঙ্গে নির্মাণের গল্পকে বহুদূর নিয়ে যাবার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ আমাদের জনগণের জন্য গুরুত্বপূর্ণ এমন প্রতিটি ইস্যুতে সহযোগিতা করছে।
 
শ্রমিকের কাজের পরিবেশ উন্নত করার আহবান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে আগামীর ব্যবসাও জড়িত। তিনি বলেন, এর সঙ্গে এগিয়ে যাবে উভয় দেশের বাণিজ্য।

এসময় ব্লিঙ্কেন আরও বলেন, স্থপতি ফজলুর রহমানের হাত ধরে যুক্তরাষ্ট্রে সফল বাংলাদেশিদের যাত্রা শুরু, যারা দেশটি গড়তে ভূমিকা রেখে যাচ্ছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত