বাংলাদেশের পতাকা সরালো পাকিস্তান হাইকমিশন
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১৩:৪১ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪
বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। এরপরই পাকিস্তান হাইকমিশনকে ওই ছবিটি সরাতে বলে বাংলাদেশ।
শেষপর্যন্ত রোববার (২৪ জুলাই) দুপুরে নিজেদের ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে নেয় পাকিস্তান হাইকমিশন।
এর আগে ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ফেসবুক পেজে একটি ছবি আপ করে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন। যা পরে তাদের ফেসবুকের কাভার পেজে ব্যবহার করা হয়। এ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকমিশনকে বাংলাদেশের পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত