বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল ফিলিপাইন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৯ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৪, ০৫:৪১

আগামী সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশসহ ১০ দেশের ওপর দেওয়া ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিলিপাইন।  শনিবার (৪ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ম্যানিলা টাইমস এ তথ্য জানায়।

এতে বলা হয়, আগামী সোমবার থেকে বাংলাদেশ, ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক দেশটিতে ভ্রমণ করতে পারবেন।   

দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের দেওয়া সুপারিশ বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি দিয়েছেন বলেও জানানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত