বাংলাদেশি শিক্ষার্থীদের শিগগির চীনে ফিরিয়ে নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ আগস্ট ২০২২, ০৯:৫১ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৪, ২৩:৫৭

করোনা মহামারির কারণে দেশে আটকা পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের শিগগির চীনে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

রোববার (৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

সূত্র জানায়, মোমেনের সঙ্গে বৈঠকে আলোচনায়ে উঠে আসে শিক্ষার্থীদের প্রসঙ্গটি। এসময় ওয়াং ই শিগগির বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন। এজন্য দ্রুতই ভিসা ইস্যু শুরু হবে বলে জানান তিনি।

দুদিনের সফরে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় আসেন ওয়াং ই।

Caption

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত