বর্তমান সরকারের সঙ্গে ভারতের অংশীদারত্ব আরও জোরদার হবে- প্রণয় ভার্মা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১৭:০৭ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:১০

বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে নতুন মেয়াদে ভারতের অংশীদারত্ব আরও জোরদার হবে। দুই দেশের উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল হবে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এই আশাবাদ প্রকাশ করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আমি এখানে এসেছি। আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়েছি। বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সম্পর্ক আরও এগিয়ে নিতে আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করব।’

প্রণয় ভার্মা আরও বলেন, ‘গত এক দশকে আমাদের সম্পর্কের যে উন্নতি হয়েছে, যেসব ইস্যুতে সাফল্য এসেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। গত ১০ বছরে আমাদের দুই পক্ষের সম্পর্ক একটা ঘনিষ্ঠ অবস্থানে গেছে। জনগণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের প্রতিফলন কীভাবে হবে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’ 

দুই পক্ষের সহযোগিতার কারণে প্রতিবেশী দুই দেশের অর্থনৈতিক উন্নতি ঘটেছে বলে উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘আমাদের সহযোগিতার কারণে দুই পক্ষের অর্থনৈতিক উন্নতি ঘটেছে। ২০২৩ সালে আমরা অনেক ইতিবাচক কাজ করেছি। এই সময়ে আমরা অনেক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করেছি। যেগুলোর মধ্যে জ্বালানি সরবরাহ লাইন, বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য খাতে টাকা-রুপির মধ্যে লেনদেন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম রয়েছে। এসব বিষয় নিয়ে আমরা গত বছর কাজ করেছি।’

প্রণয় ভার্মা বলেন, ‘সম্প্রতি সম্পর্কের ক্ষেত্রে আমরা নতুন একটি যাত্রা শুরু করেছি, যার মধ্যে আছে ভারত-বাংলাদেশ স্টার্টআপ। ভবিষ্যতে আমরা কী কী করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন জলবায়ু ইস্যু, বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান, সেখানে আমরা সহযোগিতা করতে পারি।’

নতুন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা প্রত্যাশা করি যে নতুন সরকারের সময়ে আমাদের অংশীদারত্ব আরও বিকশিত হবে, যা আমাদের দুই পক্ষের জাতীয় স্বার্থের জন্য সহায়ক হবে। বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে আমরা সব সময় তৈরি আছি।’

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত