বরগুনায় নিহত মন্টু দাসের স্ত্রীর হাতে এফডিআর তুলে দিলেন মহর্ষী দয়ানন্দ সরস্বতী দাতব্য সংস্থা

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১০:৩৬ | আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৫:০৬

বরগুনায় নিহত মন্টু চন্দ্র দাসের বিধবা স্ত্রীর হাতে মহর্ষী দয়ানন্দ সরস্বতী দাতব্য সংস্থার উদ্যোগে বাংলাদেশ অগ্নিবীর বরিশাল বিভাগীয় শাখার প্রধান কার্যকর্তা স্বপন চন্দ্র রায় দেড় লক্ষ টাকার এফডিআর তুলে দেন। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় মহর্ষী দয়ানন্দ সরস্বতী দাতব্য সংস্থার একটি প্রতিনিধি দল নিহত মন্টু চন্দ্র দাসের বরগুনার কড়ইতলাস্থ বাড়িতে যান। এসময় প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন, মহর্ষী দয়ানন্দ সরস্বতী দাতব্য সংস্থার উপদেষ্টা হরষিত সমাদ্দার, বরগুনা জুয়েলার্স সমিতির সেক্রেটারি সমরেশ কর্মকার, সমাজ সেবক বিপুল রায়, অর্জুন মালাকার প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ মার্চ দিবাগত রাতে বরগুনা পৌর শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাড়ির পেছন থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ৫ মার্চ তার ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে প্রতিবেশী শ্রীরাম রায়ের একমাত্র ছেলে শ্রীজিৎ চন্দ্র রায়কে আসামি করে মামলা দায়ের করেন মন্টু চন্দ্র দাস। মেয়ের ধর্ষকের বিরুদ্ধে মামলার ৬ দিন পরই নিজ বাড়ি কাছে বাদী পিতা মন্টু দাসের কাদামাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পথে বসে যায় পরিবারটি। দেড় লক্ষ টাকার এফডিআরটি পেয়ে মন্টু দাসের স্ত্রী দাতব্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এফডিআর প্রদানকালে মহর্ষী দয়ানন্দ সরস্বতী দাতব্য সংস্থার বাংলাদেশ অগ্নিবীর বরিশাল বিভাগীয় শাখার প্রধান স্বপন চন্দ্র রায় বলেন, একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে পবিারটি আজ অনিশ্চয়তার সাগরে হাবুডুবু খাচ্ছে। নিহত মন্টু দাসের পরিবারের উপর দিয়ে যে ঝড়টি বয়ে গেছে সে তুলনায় আমাদের এ সাহায্য যথেষ্ট সামান্য। এফডিআর থেকে প্রতিমাসে প্রাপ্ত লভ্যাংশ কিছুটা হলেও তাদের কাজে আসবে। উপদেষ্ট হরষিত সমাদ্দার বলেন, মন্টু দাসের পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য এফডিআর-এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে পরিবারটি যেনো শোক কাটিয়ে উঠতে পারে সে জন্য সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করছি।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত