বরগুনায় চোরাই গরুসহ ১জন গ্রেফতার; ১৪টি গরু উদ্ধার
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া চাউলা বাজার থেকে ৪টি গরুসহ লিটন ঢালী (৩৭) নামে এক চোরকে গ্রেফতার করে পুলিশ। লিটন পটুয়াখালী সদর উপজেলার নন্দিগ্রাম এলাকার সামসু ঢালীর ছেলে।
এলাকার হেলাল খান বলেন, আনুমানিক সকাল সাড়ে ছটার দিকে গামছা পরিহিত এক ব্যক্তি গরু হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় এলাকার পরিচিত একজন ব্যক্তি গরু কোথায় নিয়ে যাচ্ছো প্রশ্ন করলে, গরুচোর ৮০ হাজার টাকায় কিনেছে বলে জানান। তবে তার কথায় সন্দেহ হলে এলাকাবাসীকে ডাক দিলে গরুচোর দৌড়ে গিয়ে নিকটস্থ খালে ঝাঁপ দেয়। তারপর লোকজন একত্র হয়ে চোর লিটন মৃধাকে ধরে ফেলে। পরবর্তিতে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
ভুক্তভোগী গরুর মালিক মেহেদি হাসান রাসেল বলেন, আমতলী ও পটুয়াখালীর বিভিন্ন এলাকায় সন্ধান চালাতে থাকি, এমন সময় একজন পথচারী গরু হারানো গেছে কিনা আমাকে প্রশ্ন করেন। তার কাছ থেকে খবর পেয়ে আমরা আমতলীর আঠারগাছিয়া চাউলা বাজার হতে চোরসহ চুরি হওয়া ০৪ টি গরু উদ্ধার করি।
সোমবার এক প্রেস ব্রিফিং এ বরগুনায় পুলিশ সুপার মো: ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, বরগুনা জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণ, খুন, ধর্ষণ ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ১ ডিসেম্বর রাত অনুমান ১টা থেকে রাত সাড়ে ওটা মধ্যে বরগুনা জেলার আমতলী থানাধীন ০৬নং আমতলী সদর ইউনিয়নের অর্ন্তগত ০১নং ওয়ার্ডস্থ দক্ষিণ পশ্চিম আমতলী সাকিনের জনৈক মোঃ লুৎফর হাওলাদার (৭০) এর বসত বাড়ীর গোয়াল ঘর হতে ০৪ টি গরু চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি অফিসার ইনচার্জ, আমতলী থানা আমাকে জানালে আমি মামলা গ্রহণ পূর্বক তাৎক্ষণিকভাবে চোরাই মাল উদ্ধার এবং চোর সনাক্ত করে গ্রেফতারের জন্য নির্দেশনা প্রদান করি। আলোচিত চুরি ঘটনার পর পরই আমার নির্দেশনায় অফিসার ইনচার্জ, আমতলী এবং আমতলী থানার চৌকস অফিসারসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ও সোর্স ব্যবহার করে অতি দ্রুত সময়ের মধ্যে একই তারিখ অথাৎ ১ ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় আমতলী থানাধীন আঠারগাছিয়া চাউলা বাজার হতে চোরসহ চুরি হওয়া ০৪ টি গরু উদ্ধার করে। আসামাকে জিজ্ঞাসাবাদ করে আমতলী থানা ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন স্থানে অভিয়ান পরিচালনা করে আসামির দেয়া তথ্য ও দেখানো মতে আরোও ১০ টি চোরাই গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১৪ টি চোরাই গরুর বাজার মূল্য অনুমান ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। গ্রেফতারকৃত আসামি আন্তঃজেলা গরু চোর দলের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং তার বিরুদ্ধে বরগুনাসহ অন্যান্য জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনা না ঘটে, সে প্রেক্ষিতে আমতলী থানা এলাকায় চেকপোস্টসহ টহল নজরদারী অব্যাহত রয়েছে।
ঘটনার প্রেক্ষিতে মোঃ লুৎফর হাওলাদার (৭০) অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় হাজির হয়ে একখানা এজাহার দায়ের করেন। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার আমতলী থানার মামলা নং-০২, জিআর- ২২৪/২০২৪, তাং-০১/১২/২৪, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়।
গ্রা/কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত