বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৮:৫০ | আপডেট : ২ এপ্রিল ২০২৫, ০২:১৬

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় দফাদার বাড়ির সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ৩ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস(ঢাকা মেট্রো-১৫-৭৪৮৬) তীব্র গতিতে ঢাকা যাওয়ার পথে পাথরঘাটাগামী মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতরা হলেন, নাঈমুজ্জামান শুভ (২২), শান্ত (১৪), নাদিম (৭)। এলাকাবাসীর কাছে জানা যায়, নিহতরা একই মায়ের পেটের ভাই। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের বাসিন্দা নাসির খানের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ একটা বিকট শব্দ হলে, লোকজন ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেল আরোহী তিনজন রাস্তায় পড়ে আছে মোটর সাইকেলটিও ভাঙাচুরা অবস্থায় বাস থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে আছে। মোটরসাইকেল আরোহী ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রাজিব পরিবহনের বাস চালকরা বরাবরই বেপরোরা গাড়ি চালিয়ে থাকেন। প্রায় তারা দুর্ঘটনা ঘটিয়ে থাকেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত