বঙ্গবন্ধুর সমাধীতে মাদারীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শ্রদ্ধা

  শফিক স্বপন,মাদারীপুর প্রতি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১৬:৪১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২১:১০

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মাদারীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী ও নবনির্বাচিত সদস্যবৃন্দ৷ 

জানা যায়, বুধবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মাদারীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী ও সাধারন ও সংরক্ষিত সদস্যরা। শ্রদ্ধা নিবেদন করে পবিত্র ফাতেহা পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় আওয়ামী লীগ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত