বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস কাউনিয়ায় পালিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১৮:৫৮ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২০

কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি কার্যক্রম। পরে উপজেলা ক্যাম্পাসে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, কাউনিয়া থানার ওসি, বীর মুক্তিযোদ্ধাগন, সরকারী কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও সারাদিন ব্যাপী দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, এতিমখানা, হাসপাতাল, থানার হাজতখানায় উন্নত মানের খাবার সহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত