বঙ্গবন্ধুর কৃষি বিপ্লবের ডাকের বাস্তবায়ন করছে কৃষি বিভাগ: সিনিয়র সচিব

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৭ |  আপডেট  : ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৬

বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের জন্য সব রকম কাজ করে যাচ্ছে। সরকার সারের ভুর্তকি, কৃষকের খরচ কমানোর জন্য কৃষি প্রনোদনা, কৃষি যান্ত্রিকিকরণ করা হচ্ছে। কৃষিতে ব্যাপক পরিবর্তন আনছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা বেষ্টনী তৈরীর জন্য ঘোষনা দিয়েছেন এক ইি  জমি ফেলে রাখা যাবে না। সেই লক্ষ্যে কৃষি বিভাগ কৃষদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। কৃষি বিজ্ঞানীরা উৎপাদন বৃদ্ধি ও ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য নতুন নতুন অনেক জাত আবিস্কার করছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব বাস্তবায়নে কৃষি,মৎস্য ও প্রানী সম্পাদ মন্ত্রনালয় স্থানীয় উদ্যোক্তা তৈরী করে তা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের সল্প সম্পদের মধ্যে অধিক ফলন ফলাতে হবে। যত্রতত্র বাড়ি ঘর করা যাবে না। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশ গড়ার যে স্বপ্ন শেখ হাসিনা দেখাচ্ছেন তা আমরা সকলে মিলে বাস্তবায়ন করতে চাই। স্বাস্থ্য সম্মত পুষ্টি গুন সমৃদ্ধ খাদ্য উৎপাদন করতে কৃষি বিভাগ কাজ করছে। করোনা কালিন আপনারাই অর্থনীতিকে সচল রেখেছেন। রংপুরের কাউনিয়া উপজেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে এনএটিপির বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও কৃষকদের সাথে শনিবার নিজদর্পা গ্রামে মতবিনিময় সভায় কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেজবাহুল ইসলাম উপরোক্ত কথা গুলো বলেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক রংপুর মোঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এনএটিপি কৃষি মন্ত্রণালয় মতিউর রহমান, অতিরিক্ত পরিচালক কৃষি সম্পসারণ অধিদপ্তর রংপুর বিধু ভুষণ রায়, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, অনান্যের মাঝে বক্তব্য রাখেন উপ পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) আলহাজ্ব শামীমুর রহমান, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা  ডাঃ মোঃ সিরাজুল হক, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, কাউনিয়া কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উদ্যোক্তা মামুনুর রশিদ, কৃষিক মোন্নাফ আলী, নিলুফা ইয়াসমীন, মৎস্য চাষি আঃ রশিদ, খামারী জুলহাস প্রমূখ। সিনিয়র সচিব কাউনিয়ার সবগুলো প্রকল্প দেখে সন্তশ প্রকাশ করেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত