বগুড়া-নাটোর মহাসড়কে বেআইনিভাবে ট্রাক পার্কিং করলেই মামলা
প্রকাশ: ৬ মে ২০২৪, ১৩:৪০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৮
বগুড়া-নাটোর মহাসড়কে দুর্ঘটনা রোধে বেআইনিভাবে ট্রাক পার্কিংসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে কঠোর অবস্থানে রয়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলীর নেতৃত্বে হাইওয়ে থানা পুলিশ বগুড়া-নাটোর মহাসড়ক নিরাপদ করতে কঠোরভাবে দিন-রাত পরিশ্রম করে আসছে। কুন্দারহাট হাইওয়ে থানার সামনে চেক পোস্ট বসিয়ে নিয়মিত বিভিন্ন গাড়ি চেক করা হচ্ছে। মহাসড়কে গাড়ি চালানোর জন্য যেসব আইন রয়েছে সেসব আইন সঠিকভাবে মেনে গাড়ি চালানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। আইন অমান্য করলেই দেওয়া হচ্ছে মামলা।
এ ছাড়াও মহাসড়কে বেআইনিভাবে ট্রাক পার্কিং করলেই মামলা দেওয়া হয়। আর তিন চাকার অবৈধ যানবাহন অটোরিকশা, লেগুনা, ইজিবাইক, ভটভটি, লছিমন ও করিমনসহ তিন চাকার সকল প্রকার অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ করেছে হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। সারাদিন ও রাতব্যাপী চলে মহাসড়ক জুড়ে ঝটিকা অভিযান।
মহাসড়কে দূর্ঘটনা রোধে এমন কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম এলাকায় হোটেলগুলোর সামনে ট্রাক পার্কিং করার কারণে ২৪ ঘন্টায় ২০টি ট্রাককে মামলা দেওয়া হয়েছে।
রবিবার এসব বিষয়ে কুন্দারাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলীর সাথে কথা বললে তিনি জানান, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে দূর্ঘটনা ও প্রাণহানি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে। এরপরেও মাঝে মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে বেআইনিভাবে ট্রাক পার্কিংসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচল করে। মহাসড়কে বেআইনিভাবে ট্রাক পার্কিং করে রাখার কারণে গত ২৪ ঘন্টায় ২০টি ট্রাককে মামলা দেওয়া হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত