বগুড়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী মোত্তারিন জাহিদ সরকারের ভোট প্রার্থনা
প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ১৯:৪৪ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ২২:১০
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী মোত্তারিন জাহিদ সরকার ভোটারদের সাথে মতবিনিময় ও ভোট প্রার্থনা করছেন। রবিবার (২ অক্টোবর) দুপুরে তিনি নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় ও ভোট প্রার্থনা করেন। সেসময় ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামালসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মোত্তারিন জাহিদ সরকার জানান, এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজ করতে আমি বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছি। আশাকরি ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত