বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, নিহত ১, আহত ১০

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪০ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮

বগুড়ার আদমদীঘিতে রড বোঝাই ট্রাকের সাথে ঢাকাগামী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক চালক ইমরান হোসেন নিহত এবং বাসের চালক হেলপার, যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ইমরান হোসেন (২৪) নওগাঁ সদর উপজেলার কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। আহতদের মধ্যে বাসযাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দইচেরাচিয়া তারাপুর গ্রামের রেজাউল ইসলাম, ঢাকার বাসিন্দা তনু মিয়া এবং বরিশালের ঘাটাবাড়ি উপজেলার কলাঢেপা গ্রামের নাইম হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতরা আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের সঙ্গে নওগাঁ থেকে ছেড়ে
আসা যাত্রী নিয়ে ঢাকা গামী শাহ ফতেহ আলী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক
ইমরান হোসেন নিহত হয়। এছাড়া বাস চালক রাকিব হাসান ও হেলপার মারুফ হোসেন সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত