বগুড়ার গাবতলীতে এসিডে আহত চাম্পা এখন হাসপাতালে

  আল আমিন মন্ডল

প্রকাশ: ৩ আগস্ট ২০২৩, ১০:৪৬ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ১৯:১৫

 বগুড়া গাবতলীর পল্লীতে এসিডে ঝলসে গিয়ে চাম্পা বেগম (৪০) গুরুত্বর ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টায় উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে।

একাধিক সুত্রে জানা যায়, সাংসারিক কলহের জের ধরে ঔদিন সকালে বাঙ্গালপাড়া গ্রামের টুকুর ম্যাকারের ছেলে জুয়েল এর সঙ্গে ২য় স্ত্রী চাম্পার বাকবির্তক সৃষ্টি হয়। একপর্যায়ে জুয়েল তার স্ত্রীকে মারপিট করে। কিছুক্ষন পর চাম্পা তীব্র যন্ত্রণায় চিৎকার করলে বাড়ীর লোকজন ছুটে গিয়ে দেখে তার শরীরের নিচের অংশে এসিডে ঝলসে গিয়ে ক্ষত-বিক্ষত হয়েছে বলে জানান গ্রামবাসী। এরপর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনার খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে জুয়েলের কন্যা জান্নাতি আক্তার জানান, সকালে আমার বাবার সঙ্গে মার ঝগড়া হয়। আমার বাবাকে এঘটনায় সাজানোর চেষ্টা করা হচ্ছে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, ঘটনাটি সঠিক ভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে। তবে এঘটনার পর থেকেই আহত চাম্পার স্বামী জুয়েল পলাতক রয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত