বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় শাবনূরের শোক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ জুলাই ২০২৪, ১৫:৪৮ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। সোমবার (৮ জুলাই) মর্মান্তিক এ ঘটনাকে স্মরণ করে একটি ফেসবুক স্ট্যাটাস দেন অভিনেত্রী।

এদিন নিজের অশ্রু ভরা চোখের একটি ছবির সঙ্গে রথযাত্রার একটি ছবি পোস্ট করেন শাবনূর। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।

এছাড়া লেখার সঙ্গে কান্না ও প্রার্থনার দুটি ইমোজি জুড়ে দিয়েছেন শাবনূর। জানিয়েছেন আহত ও নিহত পরিবারের প্রতি সমবেদনা।

রোববার ছিল সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। এদিন পূণ্য লাভের আশায় বগুড়ায় হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথের রশি টেনে নিয়ে মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন।

কিন্তু আনন্দের এই রথযাত্রা মুহূর্তেই পরিণত হয় শবযাত্রায়। রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৩৫ জন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত