বগুড়ায় এনটিভির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১৮:২৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪
১০ জুলাই২৪ বুধবার বগুড়ায় এনটিভির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৈইপাড়া এলাকায় আলোচনা সভা ও কেক কর্তন শেষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এনটিভি বগুড়া ষ্টাফ কন্সপান্ডডেন্ট আতিকুর রহমান সোহাগ এর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ। এনটিভির ষ্টাফ ক্যামেরা পার্সন এমদাদুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ সাহীন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক, সানাউল হক, মোতাহারুল ইসলাম পি কে, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সদস্য গোলজার হোসেন মিঠু, রেজাউল করিম রেজা, আল আমিন মন্ডল, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন ও শহিদুল ইসলামসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ছিন্নমূল ও দু্ঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত