বইমেলা ২৮ ফেব্রুয়ারিতেই শেষ, দর্শনার্থীদের টিকা সনদ বাধ্যতামূলক

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫২ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৭:৫৪

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন সেদিন।

প্রতি বছর মেলা বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। এবার এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে মেলা শুরু হবে, তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বইমেলা ২৮ ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এসময় বাংলা একাডেমি মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, টিকা সনদ ছাড়া বইমেলায় প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা।

প্রতি বছর বইমেলা শুরু হয় পয়লা ফেব্রুয়ারি, তবে দেশে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনে শনাক্ত ও মৃত্যু বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মেলার সময় পেছানো হয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত