ফ্রান্সে মাঙ্কিপক্সে দুই হাজার ১৭১ জন আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ আগস্ট ২০২২, ০৯:৪৫ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১২

ফ্রান্সে মাঙ্কিপক্সে দুই হাজার ১৭১ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঁসোয়া ব্রাউন এ তথ্য জানিয়েছেন।

ব্রাউন ফরাসি পার্লামেন্টে জানিয়েছেন, ফ্রান্স এই রোগের বিরুদ্ধে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে একটি। এ পর্যন্ত ৪২ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, টিকার যে মজুদ রয়েছে তা ফ্রান্সের প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষকে দেওয়ার জন্য যথেষ্ট।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, বিশ্বের ৭৮টি দেশের ১৮ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। ইউরোপের আরেক দেশ স্পেনে তিন হাজার ৭৫০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে।

সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত