ফ্রান্সের আরও দুই নাগরিককে আটক করেছে ইরান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০৭:৪৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯

ফ্রান্সের আরও দুই নাগরিককে আটক করেছে ইরান। এ নিয়ে তেহরানে আটক ফরাসি নাগরিকের সংখ্যা দাঁড়াল সাতজন। শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা এই তথ্য জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তেহরান ও প্যারিসের মধ্যে সম্পর্ক অবনতির এটা আরও একটা লক্ষণ।

গত ৬ অক্টোবর ইরান ফ্রান্সের দুইজন নাগরিককে আটক করে। এক ভিডিও বার্তায় ওই আটককৃতরা ইরানের বিক্ষোভে উসকানি প্রদানের তথ্য স্বীকার করে। ফ্রান্স এই ঘটনায় ইরানের সমালোচনা করে বলে, নাগরিকদের জিম্মি করছে তেহরান যা স্বৈরাচারি আচরণের সমান।

শুক্রবার ফ্রান্সের লে ফিগারো পত্রিকার খবরে বলা হয়েছে, সেপ্টেম্বরে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভের আগেই এই দুই নাগরিককে আটক করা হয়। এরপর শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানায়নি।

গত সপ্তাহের আগে পর্যন্ত ইরান ও ফ্রান্সে পরস্পরের কোনো রাষ্ট্রদূত ছিল না। এরপর ফ্রান্স ইরানে নতুন রাষ্ট্র দূত পাঠিয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত