ফেনসিডিল মাদক, পরিবহন করাও অবৈধ: আপিল বিভাগের রায়
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৩ | আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৮:২১
ফেনসিডিলকে মাদক বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। তাই এটি পরিবহন অবৈধ বলেও জানিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন।
ফেনসিডিল এক সময় ছিল কাশির সিরাপ। ধীরে ধীরে তা হয়ে ওঠে তরুণ প্রজন্মের নেশার বস্তু। কিন্তু এটি আদৌ মাদক কি না, তা নিয়েই মঙ্গলবার রায় দিলেন আদালত।
ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন। ২০০০ সালে ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট খালাস দেয় বাদলকে। যুক্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে ওই মামলার শুনানি হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত। পরে মঙ্গলবার সকালে আপিল বিভাগ সেই রায় স্থগিত করে জানান, বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকবে।
আপিল বিভাগ একইসঙ্গে জানান, ফেনসিডিল মাদক। এই মাদক পরিবহন করা অবৈধ।এই মামলার রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত