ফাগুন এলেই

  বিচিত্র কুমার

প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ০৯:২০ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪০

ফাগুন এলেই আগুন লাগে
কৃষ্ণচূড়ার ডালে,
দোয়েল টিয়া ময়না শ্যামা
সাজে নানা ফুলে।

কোকিল ডাকে কুহুকুহু
মনের গভীরে,
দক্ষিণা বাতাসে শিহরণ জাগে
আজানা কোন সুরে।

এমন মধুর ফাগুন বেলা
দেখতে লাগে বেশ,
হরেক ফুলের রঙ মেখে
সাজে বাংলাদেশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত