ফরিদপুর-২ উপনির্বাচনে সাজেদাপুত্রের জয়
প্রকাশ: ৫ নভেম্বর ২০২২, ২০:৪১ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০২:২১
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা ও কৃষ্টপুর) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী, প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী।
তিনি পেয়েছেন ৬৮ হাজার ৮১৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ প্রতীক) অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচনে ভোট প্রদানের হার ২৫ থেকে ২৬ ভাগের মতো।
গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর আজ এই উপনির্বাচন অনুষ্ঠিত হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত