যেকোনো চুক্তিতে ইরানি জনগণের স্বার্থ সমুন্নত রাখতে হবে: রায়িসি

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৬ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:০০

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের জনগণের স্বার্থ রক্ষা করা হচ্ছে পাশ্চাত্যের সঙ্গে যেকোনো চুক্তির প্রধান লক্ষ্য।তিনি শনিবার শেষ বেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ শর্তের কথা জানান।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানি প্রতিনিধিদল আন্তরিকতার সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে রায়িসি বলেন, এই আলোচনার শুরু থেকে এই প্রতিনিধিদল একের পর এক গঠনমূলক প্রস্তাব দিয়েছে এবং প্রতিপক্ষের প্রস্তাবগুলো ইরানি জনগণের স্বার্থরক্ষায় কতটুকু সহায়ক তা বিবেচনা করে জবাব দিয়েছে।

ইরানি জনগণের স্বার্থ রক্ষা করে এমন যেকোনো প্রস্তাব গ্রহণে সব সময় ইরানি প্রতিনিধিদল প্রস্তুত ছিল জানিয়ে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ভিয়েনায় এমন কিছু প্রস্তাব বা দাবি উত্থাপন করা হয়েছে যার একমাত্র লক্ষ্য ইরানের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার সব সময় প্রস্তুত রাখা। কিন্তু এ ধরনের প্রস্তাব আমাদেরকে একটি চুক্তিতে পৌঁছার সম্ভাবনা ক্ষীণ করে দেবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ভিয়েনায় যেকোনো চুক্তির ভিত্তি হতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকারিতার প্রমাণ এবং ইরানের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ উত্থাপনের সংস্কৃতি বন্ধ করা।

টেলিফোনালাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন ভিয়েনা সংলাপে ‘ভালো’ অগ্রগতি হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, যত দ্রুত সম্ভব এই সংলাপ থেকে একটি চুক্তি বেরিয়ে আসবে বলে তিনি আশা করছেন। টেলিফোনালাপে দুই প্রেসিডেন্ট করোনাভাইরাস মোকাবিলার সর্বশেষ পরিস্থিতি এবং আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত