ফকিরহাটে সড়কের পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ১৮:৩৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৪

বাগেরহাটের ফকিরহাটে  মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (২ নভেম্বভর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদেের বাজার এলাকায়  পুরাতন  সড়কের পাশে থাকা এসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এসময় সড়ক বিভাগের ১০ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব অনিন্দিতা রায়ের পরিচালনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন জানান, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া। আমরা উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ ও মাইকিং করে সতর্ক করেছি। এরপরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত