ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
প্রকাশ: ৮ মে ২০২২, ১৯:৩১ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৩:২০
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৫২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মে) সকালে ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্তুপ করে রাখা বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহের সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।মরদেহের শরীর ফুলে গিয়ে দুগন্ধ ছড়াচ্ছিল। ৩৬ থেকে ৪৮ ঘন্টা আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয়দের মধ্যে কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্তুপ করে রাখা বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থানে আমরা যোগাযোগ করছি, কয়েক ঘন্টার মধ্যে যদি পরিচয় পাওয়া না যায়, তাহলে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপরেও যদি মরদেহের পরিচয় পাওয়া না যায়, তাহলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত