প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারীর বিরুদ্ধে

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৮ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৯

বাগেরহাট সদরে এবার স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে মারপিট করেছে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মগরা এলাকার কে. জে. এস পি ইউ স্কুল এন্ড কলেজে চা ল্যকর এ ঘটনাটি ঘটেছে। আহত প্রধান শিক্ষক আনন্দ কুমার পালকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

এ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে গেলে আহত প্রধান শিক্ষক আনন্দ পাল জানান, দুপুরে বিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জন তাকে উদ্দেশ্যমূলক এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করেন। তিনি বলেন ২০১৯ সালের ২৯ আগস্ট আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। এরপর থেকেই সহকারী প্রধান শিক্ষক আমাকে হুমকি দিয়ে বলে এই পদে আমার আসার কথা, আপনি কিভাবে চাকরি করেন আমি দেখব। সেই কারণে আজকে আমাকে শিক্ষার্থীদের সামনে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জণ জানান, ওই প্রধান শিক্ষক তিন বছর ধরে বেতন পান না। অফিশিয়াল বিভিন্ন হিসেবের কোনো সঠিক তথ্য তার কাছে নেই।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশ ওই বিদ্যালয় পরিদর্শন করেছে। কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত