প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা জাবি শিক্ষকদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১৮:৫৫ |  আপডেট  : ১৯ আগস্ট ২০২৪, ২০:৩৮

শিক্ষকদের আন্দোলন নিয়ে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। সেই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত বৈষম্যমূলক ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা। সোমবার (১৫ জুলাই) শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। 

সোমবার অনুষ্ঠিত সাধারণ সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষকদের ঘোষিত কর্মসূচিগুলো হলো:

দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের চলমান সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে; প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করা হবে; রবিবার রাতে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে জাবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা৷

এর আগে, রবিবার সংবাদ সম্মেলনে পেনশন নিয়ে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘শি৷ পেনশন ফান্ড বলে কিছু নেই৷ সর্বজনীন পেনশন স্কিম করেছি সবার জন্য৷ আন্দোলন চালাতে-চালাতে তারা টায়ার্ড হোক, তারপর বসবো।’

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত