প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ২০:৪২ |  আপডেট  : ২১ এপ্রিল ২০২৪, ২৩:০৯

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ শুভকামনা জানান।

বিষয়টি টুইট করে নিজেই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রন্ত্রী। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, শুক্রবার কম্বোডিয়ায় এআরএফ-এর সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাক্ষাৎ পেয়ে আমি আনন্দিত। আমি তাকে বাংলাদেশের ভাই-বোনদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে পাকিস্তানের প্রতিশ্রুতির কথা জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমার শুভকামনা জানিয়েছি।

এর আগে গত বুধবার (৩ আগস্ট) আসিয়ানের ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন বিলাওয়াল ভুট্টো। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি।

বিমানবন্দরে বিলাওয়াল ভুট্টোকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তারা একে অপরকে বই উপহার দেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত