প্রধানমন্ত্রীকে দেখতে কলাপাড়ার কলেজ মাঠে হাজারো মানুষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১৪:০৯ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯

ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবের শিকার পটুয়াখালীর উপকূলবর্তী উপজেলা কলাপাড়ার হাজার হাজার মানুষ। অসহায় ও দুর্বিষহ মানুষের পাশে দাঁড়াতে আজ কলাপাড়ায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসতে শুরু করেন কলাপাড়া উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ।

দুপুর ১টার দিকে কলাপাড়া কলেজ মাঠে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় কলেজ মাঠসহ পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

কলাপাড়ার লালুয়া ইউনিয়ন থেকে আসা ৬০ বছর বয়সী মোজাম্মেল হক ঢাকা পোস্টকে বলেন, ‘আমি ত্রাণ নিতে আসি নাই, আসছি শেখের বেটিকে এক নজর দেখতে। ২০ বছর আগে একবার দেখেছিলাম।’

মোজাম্মেল হকের মতো অনেকেই প্রধানমন্ত্রীকে দেখতে এবং অনেক দুর্গত মানুষ ত্রাণ নিতে কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে এসেছেন। ত্রাণ কার্যক্রম শেষে কলাপাড়ার দুর্গত এলাকাগুলো পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত