এসএসসি ও সমমান পরীক্ষায়

প্রথম দিনে অনুপস্থিত ১৯৫৩৯ , বহিষ্কার ২৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০ |  আপডেট  : ২৯ অক্টোবর ২০২৪, ২২:০৮

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯  হাজার ৭৩১ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় এসএসসি পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে ৭ জন।  এরমধ্যে পরীক্ষার্থী ৬জন‌ এবং একজন পরিদর্শক। মাদ্রাসায় বহিষ্কৃত ৭ জন, কারিগরি থেকে বহিষ্কৃত ১১ জন। মাদ্রাসায় অনুপস্থিত ছিল ৭৬৬০ এবং কারিগরিতে অনুপস্থিত ছিল ১৯৬৮ । বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় কন্ট্রোল রুম এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। দেখুন>

আজ সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে প্রথম দিনে আজ বাংলা প্রথম পত্র,  পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কুরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত