প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করছেন অমি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১৫:৪৭ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ২২:৫১

ফাইল ছবি

প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পরিচালক কাজল আরেফিন অমি। তার এ ওয়েব সিরিজের নাম ‘হোটেল রিল্যাক্স’। ওয়েব সিরিজটি মোট ছয় পর্বে নির্মাণ করা হবে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর সঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমির চুক্তি হয়েছে। জানা গেছে, ওয়েব সিরিজটির গল্প হবে বিনোদনধর্মী। এতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে এতে ব্যাচেলর পয়েন্টের কয়েকজন অভিনয়শিল্পী থাকবেন আভাস পাওয়া গেছে।

প্রযোজনা সংস্থা সূত্র জানিয়েছে, তাদের ওটিটি প্ল্যাটফর্ম থেকে ‘হোটেল রিল্যাক্স’ আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চের মুক্তি পেতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত