পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোক্তাদির আলী আর নেই

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ২০:২৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:১৫

বীর মুক্তিযোদ্ধা পেট্রোবাংলা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কপো‍র্রেশনের সাবেক চেয়ারম্যান মেজর মোকতাদির আলী কিছুক্ষণ আগে সিএমএইচ এ শেষ নি:স্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন)। 

আজ দুপুরে বাসায় একটি দূর্ঘটনায় মাথায় আঘাত পেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। 

১৯৭১ সালে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াকালীন সময়ে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ১৯৭২ সালে বেঙ্গল রেজিমেন্ট কমিশন প্রাপ্ত হন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি পেট্রোবাংলার বিভিন্ন প্রতিষ্ঠান বাপেক্স, সিলেট গ্যাস ফিল্ড এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। 

তার এই অকালে চলে যাওয়া জ্বালানি খাতের জন্য অপুরনীয় ক্ষতির।

তার মৃত্যুতে পেট্রো বাংলা, জালালাবাদ  গ্যাস, তিতাস গ্যাস সিলেট গ্যাসফিল্ডস সহ জ্বালানি বিভাগের সকল প্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত