পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় পাবনার কাশিনাথপুরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:৪৩ | আপডেট : ২ এপ্রিল ২০২৫, ০০:০১

৩০ মার্চ রোববার পাবনার জেলার কাশিনাথপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলন পাবনা জেলা শাখা ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন পাবনা জেলা শাখার যৌথ উদ্যোগে পেঁয়াজের উপযুক্ত মূল্য না পাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাষী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো: সেখ নাছির উদ্দিন বলেন, পেঁয়াজের উপযুক্ত মূল্য না পাওয়ায় পেঁয়াজ চাষীদের ঈদ আজ বিষাদময়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী চাষীদের খরচের টাকাই উঠছে না। একদিকে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, অপর দিকে গ্রাহকদের উচ্চ মূল্যে ক্রয় করতে হচ্ছে। সরকারের সরাসরি ব্যবস্থাপনা না থাকায় দিনকে দিন এই সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলেও সিন্ডিকেট করে লাভবান হচ্ছে কয়েক ধাপের মধ্যসত্ত্বভোগীরা।
তিনি বলেন, এ দুরাবস্থার অবসানকল্পে অবিলম্বে সরকারকে কৃষিপণ্যের খুচরা ও পাইকারী মূল্য নির্ধারণ করে দিতে হবে। কৃষকদের প্রয়োজনীয় ভর্তুকি দিতে হবে। বিনা সুদে কৃষকদের ঋণ প্রদান করতে হবে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের আমিনপুর থানার শাখার মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও রাষ্ট্র সংস্কার আন্দোলন পাবনা জেলার সদস্য সচিব মো:মাসুদ রানার পরিচালনায় এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, পেঁয়াজ চাষী মো:নুরু খান, মো: মোস্তফা খান, মো :ইউনুস সেখ, মো:সাইদুল সেখ, মো:হোসেন সেখ, মো:হুসাইন সেখ, মো:মানিক সেখ সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভূমিহীন আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত