পুতিনের উদ্দেশে বাইডেন; স্বৈরশাসকদের অবশ্যই মূল্য দিতে হবে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২ মার্চ ২০২২, ০৯:৫১ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৭:১৮

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ সপ্তম দিন। এই কয়েকদিনে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা। এদিকে, মঙ্গলবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।বিবিসির খবর

তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেয়, তাহলে তারা আরো বিশৃঙ্খলা তৈরি করবে।কোনো রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।

বাইডেন আরও বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা’ একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে। ‌‘পুতিন ভুল ছিল। আমরা তৈরি ছিলাম’ বললেন প্রেসিডেন্ট বাইডেন।

ইউক্রেনের জনগণের প্রশংসা করে বাইডেন বলেন, তারা হচ্ছে ‘শক্তিশালী প্রাচীরের’ মতো, যেটা কেউ ধারণা করেনি। ছয়দিন আগে পুতিন চেয়েছিল স্বাধীন পৃথিবীর ভিত্তি নাড়িয়ে দিতে। সে ভেবেছিল তার মতো করে এটা বাঁকা করতে পারবে। কিন্তু তার হিসাব ছিল পুরোপুরি ভুল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত